শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শিরোপা জিততেই লড়বে সাইফ-নোফেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

 ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের শিরোপার জিততেই লড়বে সাইফ ও নোফেল স্পোর্টিং ক্লাব। আজ কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ৩টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে এ দুই দল।

দেশের ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল গড়তে যেখানে কোটি টাকা খরচ করে অংশগ্রহণকারী, সেখানে ওই ক্লাবগুলোরই যুব দল গঠন করতে ঘাম ঝরে কিছু কর্মকর্তার। তেমনই এক কর্তা নোফেল স্পোর্টিং ক্লাবের আকবর হোসেন রিদন। যিনি বিপিএলের সর্বশেষ আসরে এই নোফেলের হয়েই খেলেছেন। এখন তিনি সংগঠক ও কোচের ভুমিকায়। নোফেলের অনূর্ধ্ব-১৮ দলটি গুছিয়েছেন দেশের এক জেলা থেকে আরেক জেলা ঘুরে, ‘অনেক কষ্টে আমি নোফেলের দলটি গুছিয়েছি। নোয়াখালীর ১১ জনকে নেয়ার পর বাকি ফুটবলারদের খোঁজে মাঠে নেমে পড়ি। এরপর বিভিন্ন জেলা থেকে বাকিদের সংগ্রহ করেছি। নিয়মানুবর্তিতা ও পরিশ্রমই আমার দলকে ফাইনালে পৌঁছে দিয়েছে। চেষ্টা করবো শিরোপা জিততে।’

অন্যদিকে সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দলটি গরীব ও এতিমখানার খেলোয়াড়দের নিয়ে গড়া বলে জানান কোচ কামাল বাবু, ‘সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির চৌধুরী আমাকে সমাজের সুবিধাবঞ্চিত ছেলেদের নিয়ে দল গড়তে বলেছেন। আমি সুবিধাবঞ্চিত ও এতিমখানার ছেলেদের নিয়েই অনূর্ধ্ব-১৮ দলটি গড়েছি। যার মধ্যে ৮৫ ভাগ রিকশা ওয়ালাদের ছেলে। অনেক কষ্ট করেছে ওরা। এদের মধ্য থেকে আমি নয়জনকে বিপিএলের বিভিন্ন দলে খেলার সুযোগ করে দিয়েছি। ওরাই আমার সাফল্যের কারিগর।’ কামাল আরো বলেন, ‘দিন শেষে সবার ইচ্ছাই একই, সাফল্য তুলে আনা। আমরাও চাই সাফল্য পেতে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন