বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রুহানি ট্রাম্পের ফোন ধরলেন না!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:২৪ পিএম

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিকে ফোন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ফোন ধরতে অস্বীকার জানিয়েছেন তিনি।

মঙ্গলবার একটি ফরাসি কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, একটি ঐতিহাসিক বৈঠকের আয়োজন করতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোনের কূটনৈতিক চেষ্টার পর গত ২৪ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছিল।

মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধ এড়াতে উত্তেজনা কমিয়ে আনতে এমন চেষ্টা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট।

কূটনৈতিক সূত্র আরও জানায়, নিউইয়র্কে শেষ মুহূর্ত পর্যন্ত একটা বৈঠকের আয়োজনের চেষ্টা চালিয়েছিলেন ম্যাঁক্রোন। ট্রাম্প ও রুহানির সঙ্গে আলোচনায় এমন একটা বৈঠকের সম্ভাবনা তৈরি করেছিল।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই নেতার একটি বিরল বৈঠক হতে পারে বলে গতমাসে বেশ জল্পনা চলছিল।

কিন্তু রুহানি বলেন, ট্রাম্প যদি তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেন, তবেই কেবল বৈঠক হতে পারে।

নিউইয়র্কে ম্যাক্রোন ৪৮ ঘণ্টায় ট্রাম্পের সঙ্গে তিন বার ও রুহানির সঙ্গে দুইবার দেখা করেন। তাদেরকে সরাসরি বৈঠকে বসতে অনুরোধ করেছিলেন তিনি।

সূত্র দাবি করছে, প্যারিসে ফিরে যাওয়ার আগ পর্যন্ত ম্যাঁক্রোন চেষ্টা করে গেছেন। ফরাসি প্রযুক্তিবিদদের দিয়ে নিউইয়র্কে ট্রাম্পের লোটি ও রুহানির দ্য মিলেনিয়াম হোটেলের মধ্যে একটি নিরাপদ ফোন লাইনের সংযোগ স্থাপন করেছিলেন তিনি।

ইরানের প্রতিক্রিয়া নিয়ে সন্দেহের পরেও রাত ৯টায় ট্রাম্পের ফোন করার পরিকল্পনা করা হয়েছিল। ফোন কল নিশ্চিত করতে ট্রাম্প দ্য মিলেনিয়াম হোটেলেও গিয়েছিলেন। ট্রাম্প কল দিয়েছিলেন, কিন্তু রুহানি ফরাসি প্রেসিডেন্টকে বলেন, তিনি এই ফোন ধরবেন না।

আলোচনা ক্রমে ব্যর্থতায় পর্যবসিত হয়, যখন ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমেই পরমাণু অস্ত্রে উচ্চাকাঙ্ক্ষা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অঞ্চলিক তৎপরতার লাগাম টানতে ইরানের কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন