বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটের বিয়ানীবাজারে ৮ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ৭:৩৯ পিএম

৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (০২ অক্টোবর) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে গজুকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন-উপজেলার শেওলা আদর্শ গ্রামের মারুফ আহমদ (২৮) ও সিলটীপাড়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৩৩)।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর গণমাধ্যমে জানান, পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারত থেকে ইয়াবার চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন