বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কউকের উচ্ছেদ অভিযানে ভেঙ্গে দেয়া হলো মনজুর প্লাজার কিছু অংশ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ৪:১৫ পিএম

অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের উচ্ছেদ অভিযানে ভেঙ্গে দেয়া হলো কক্সবাজার শহরের মনজুর প্লাজার কিছু অংশ।

গতকাল (০৩ অক্টোবর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় কক্সবাজার শহরের পানবাজার সড়কের মনজুর প্লাজায় মোবাইল কোর্ট এই উচ্ছেদ অভিযান
পরিচালনা করে।

এ সময় পানবাজার সড়কের হাজী মনজুরের মালিকানাধীন ঝুকিপূর্ণ ভবনটি ৪র্থ তলার নির্মাণ কাজ চলমান রাখায় ভেঙেদেয়া হয়। ইতোপূর্বে তাকে ঝুকিপূর্ণ ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বিভিন্ন ধারার নোটিশ প্রদান করা হলেও তা তারা মানেননি বলে জানা গেছে । তারপরও নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় ওই ঝুকিপূর্ণ ভবনের কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়। এছাড়া নিরাপত্তার স্বার্থে উক্ত ভবনের দোকান মালিকদেরকে দোকান ছেড়ে দেয়ার জন্য ০১ (এক) মাসের সময় দেয়া হয় বলে কউকের পক্ষ থেকে জানানো হয় ।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।

 

1Attached Images

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন