বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিএসএমএমইউ’র ভিসিকে ড্যাবের স্মারকলিপি

খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

 বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ড্যাব)। এ দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি ডা: কনক কান্তি বড়–য়ার কাছে গতকাল বৃহস্পতিবার স্মারকলিপি দিয়েছে সংগঠনটির বিএসএমএমইউ শাখা। ড্যাবের বিএসএমএমইউ শাখার সাধারণ সম্পাদক ডা: শেখ ফরহাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়- সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ২০ মাস ধরে একটি মিথ্যা মামলায় কারান্তরীণ আছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, রিউমাটয়েড, আর্থ্রাইটিস, দন্তরোগসহ অন্যান্য রোগে ভুগছেন। এবং গত ১ এপ্রিল থেকে তিনি বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। ইতোমধ্যে তিনি দাঁতের ও মুখের ঘা এর চিকিৎসার জন্য ‘এ’ ব্লকের দন্ত বিভাগে গিয়েছিলেন। বর্তমানে তিনি অন্যের সহযোগিতা ছাড়া ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। আপনার প্রতি প্রত্যাশা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান পৃষ্ঠপোষক গণতন্ত্রের ‘মা’ আপসহীন দেশনেত্রী বেগম খালেদা সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
বিএসএমএমইউ ভিসিকে স্মারকলিপি দেয়ার সময় বিএসএমএমইউ’র নবগঠিত ড্যাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিএসএমএমইউ শাখার সভাপতি ডা: এরফানুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা: শেখ ফরহাদ, সিনিয়র সহসভাপতি ডা: মো: শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা: রাহাত, সহ-সভাপতি ডা: সামীম, ডা: নাসের, ডা: রিদওয়ান, ডা: সায়েম, ডা: জাফর ইকবাল, ডা: আনোয়ার, ডা: শাহীন, ডা: মিরাজ, ডা: এ কে আজাদ, ডা: কাজল, ডা: অঞ্জন, ডা: জুয়েল, ডা: লোহানী, ডা: এনামুল হক, ডা: আনিস, ডা: সোহেলসহ ড্যাব বিএসএমএমইউ’র অন্যান্য সদস্যবৃন্দ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন