বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলে সরকার গঠন ছাড়াই পার্লামেন্টে এমপিদের শপথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ৩:১৫ পিএম

ইহুদিবাদী দেশ ইসলাইলে নতুন সরকার গঠন করা ছাড়াই ইসরাইলি পার্লামেন্টে শপথ নিয়েছেন দেশটির নবনির্বাচিত এমপিরা। বৃহস্পতিবার বিকালে প্রেসিডেন্ট রিউভিন রিভলিনের কাছে শপথ পাঠ করেন নেসেটের ১২০ সাংসদ। এটি তাদের ২২তম সংসদ।
লিকুদ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার গঠনে এখনো পর্যন্ত কোনো সুরাহা করতে পারেননি। দ্বিতীয় দফায় সাধারণ নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তার দল। ভালো অবস্থানে পৌঁছতে পারেননি নেতানিয়াহু ও তার প্রতিদ্ব›দ্বী সাবেক সেনাপ্রধান বেনি গান্টজও।
তা সত্তেও গত সপ্তাহে নেতানিয়াহুকেই সরকার গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট রিভলিন। তখন থেকেই জোট সরকার গঠনে মরিয়া হয়ে চেষ্টা করছেন নেতানিয়াহু। ব্যর্থ হলে ইসরাইলের সামনে এখন আরও দুটি বিকল্প রয়েছে।
এর একটি হল লিকুদ, ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি এবং সম্ভব হলে লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’কে নিয়ে একটি ঐক্যের সরকার গঠন করা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন