শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বন্দুকযুদ্ধের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে বদরুদ্দীন উমর

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশজুড়ে সাঁড়াশি অভিযানের নামে ১১ হাজার ৬৪৮ জনকে গণগ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন জাতীয় মুক্তি কাউন্সির সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম। গতকাল (বুধবার) এক বিবৃতিতে তারা বলেন, ‘জঙ্গী’ দমন নয়- সরকারের উদ্দেশ্য বিরোধী দল ও মত দমন করা। দেশজুড়ে আতংক সৃষ্টি করা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে ‘জঙ্গী’ নামে গ্রেফতারকৃত বেশ কয়েকজনকে বন্দুকযুন্ধের আড়ালে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। যা রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কিছু নয়। নেতৃবৃন্দ সারাদেশে গুপ্ত হত্যা এবং বিচার বহির্ভূত হত্যার ফলে সৃষ্ট আতঙ্কজনক পরিস্থিতি ও নিরীহ জনগণের প্রাণহানির ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং ফ্যাসিবাদী শাসন অবসানের লক্ষ্যে আন্দোলন বেগবান করার জন্য গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির প্রতি আহ্বান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন