বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে- রিটার্নিং কর্মকর্তা

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১:০১ পিএম

রংপুর -৩ আসনের উপনির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

তিনি আজ শনিবার নগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে বেলা বারোটায় সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কোথাও কোন ধরমের বিশৃঙ্খলা নেই। ভোটে উৎসাহ যোগাতে মক ভোটিং, প্রচারণা, ইভিএম এর ভোট প্রদানে ভয় দূরীকরণে সকল পদক্ষেপ নেয়া হয়েছিল। এছাড়াও ইভিএম নিয়ে কোন সমস্যা হলে কারিগরি টিম প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও এবং সুন্দর পরিবেশে ভোটারদের ভোট কেন্দ্রে আসা এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি যাওয়া নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। কেউ কোন অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কঠোরভাবে তা মোকাবেলা করা হবে।

তবে ভোটারের উপস্থিতি কম নিয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন