বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কৃষি বিপ্লব ঘটানোর জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে সরকার ৭৫% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে- মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ৩:৫৬ পিএম

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কৃষি বিপ্লব ঘটানোর জন্য সরকার কৃষি খাতে ভর্তুকি দিচ্ছে। বিশেষ করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষির আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে সরকার ৭৫% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। অল্প জমিতে আরো বেশী করে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় তার জন্য সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান। তিনি শনিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে জিংক সমৃদ্ধ ব্রিধান ৭৪ চাষাবাদের কলাকৌশল সম্পর্কে কর্মশালায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

প্রকাশ গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আ শ ম আমানুল হাসান তাইমুরের সভাপতিত্বে নাজনীন ইসলামের পরিচালনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান, ময়মনসিংহ জেলা প্রত্যয়ন অফিসার মোঃ খন্দকার মিজানুর রহমান, কিশোরগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ কবির উদ্দিন সরকার, নেত্রকোনা জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সালমা লাইজু ও পিজিইউকে নেত্রকোনার সমন্বয়কারী মোঃ মোতাকাব্বীর ভূইয়া টুটুল প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন