বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন ভি১৭প্রো

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ৬:২৫ পিএম

দেশের প্রথম ছয় ক্যামেরার ফোন ভি১৭প্রো বাজারে নিয়ে এসেছে ভিভো। সময়ের চাহিদা ও গ্রাহকদের ফ্যাশন আকাক্সক্ষাকে গুরুত্ব দিয়ে মোবাইল প্রযুক্তির কয়েকটি প্রথম ফিচারকে সঙ্গী করে গ্রাহকদের হাতে আসছে কোম্পানির এ ফ্ল্যাগশিপ ফোনটি। বিশ্বের প্রথম ডুয়াল পপ আপ সেলফি ক্যামেরাও এতে যুক্ত করা হয়েছে। ভি১৭প্রো’র দুইটি সেলফি ক্যামেরার একটি ৩২ মেগাপিক্সেলের এবং অপরটি মুনলাইট ফ্লাশসহ ৮ মেগাপিক্সেলের। এর পেছনের চারটি ক্যামেরা যথাক্রমে ৪৮ মেগাপিক্সেলের এইচডি, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো, ৮ মেগাপিক্সেলের এআই সুপার ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেলের।

৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের মোবাইলটি গø্যাশিয়ার আইস এবং মিডনাইট ওশেন- এ দুই রঙে পাওয়া যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা। রাজধানীর রেডিসন বøু ঢাকা হোটেলে আয়োজিত এক উদে¦াধন অনুষ্ঠানে ভিভোর ভি সিরিজের সর্বশেষ ফোন ভি১৭প্রো’র উন্মোচন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক এবং সেলস ডিরেক্টর মিস শ্যারন।

অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, গ্রাহকদের চাহিদা ও আকাক্সক্ষাকে অগ্রাধিকার দেয় ভিভো। ভি১৭প্রো-তে এর উদ্ভাবনী সম্মিলন ঘটেছে। দুইটি পপ আপ সেলফি ক্যামেরাসহ ছয়টি ক্যামেরা, থ্রি সি চার্জিং প্রযুক্তি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টসহ নানা প্রযুক্তির কারণে ফোনটি ব্যবহারে অনন্য অভিজ্ঞতা পাওয়া যাবে।

তিনি বলেন, ভিভো ভি১৭প্রো’র অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফানটাচ ওএস ৯.১। ৪ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটি চলে কোয়ালকম ¯œ্যাপড্রাগন ৬৭৫ এআইই অক্টাকোর প্রসেসরে। ৬ দশমিক ৪৪ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লের ফোনটির রেজ্যুলেশন ১০৮০ ী ২২৪০ পিক্সেল।

ভিভো বাংলাদেশ’র সেলস ডিরেক্টর মিস শ্যারন বলেন, মোবাইল এখন লাইফ স্টাইলের অবিচ্ছেদ্য অংশ। এটি একদিকে সহজে ব্যবহারযোগ্য অন্যদিকে দ্রæত ফাংশন ক্ষমতা থাকা দরকার। একইসঙ্গে ডিজাইনও আকর্ষনীয় হওয়া জরুরি। ভিভো ভি১৭প্রো-তে অত্যাধুনিক প্রযুক্তি ও অনন্য ডিজাইনের সমন্বয় পাবেন গ্রাহকরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন