বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এতো ভোট কারা দিল?

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী রিটা রহমান

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ৯:৪৬ এএম

রংপুর-৩ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনের ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী রিটা রহমান। নির্বাচনী ফলাফল ঘোষণার পর আজ রাতে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী ফলাফল প্রত্যাখান করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয়, তা আবারও প্রমাণিত হলো। বিকেল চারটা পর্যন্ত গড়ে ৮/১০ শতাংশ ভোট পড়েনি। অথচ বিকেল পাঁচটার মধ্যে ২২ শতাংশ হয় কিভাবে? হঠাৎ এক ঘণ্টায় এতো ভোট কারা দিল? আমরা নির্বাচন কমিশনের এই ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি।’
তিনি বলেন, ‘আমরা আগেই আঁচ করতে পেরেছি রংপুরে সাজানো নির্বাচন হতে যাচ্ছে। ভোটের আগের রাতে আমাদের দলের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আমাদের কর্মী-সমর্থকদের মনে আতঙ্ক ও ভীতি ছড়ানো হয়েছে। এই কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি।’
নির্বাচন সুষ্ঠু হবে না জেনেই রংপুরবাসী ভোট বর্জন করে কেন্দ্রে যায়নি বলে দাবি করেন রিটা রহমান। তিনি বলেন, ‘আমি রংপুরবাসীকে স্যালুট দিব। তারা এই কমিশনের প্রতি আস্থা রাখতে পারেননি। তাই ভোট দিতে ভোট কেন্দ্রেই যায়নি। এটা ভোটারদের প্রতিবাদ। আমরাও তাদের ভোট বর্জনের প্রতিবাদের সঙ্গে এক হয়ে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি।’
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ শূন্য আসনে শনিবার উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এরশাদপুত্র জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আল মাহি সাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ওই নির্বাচনে ভোট পেয়েছিলেন ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির রিটা রহমান পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯ ভোট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
shariful islam ২২ অক্টোবর, ২০১৯, ১০:০০ এএম says : 0
comison bolse 22% vote porse ate apnar mata gese.jodi jatio nirbason a apni dese thakten tahole apnar ki obosta hoto
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন