শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদপুর মেঘনা নদী দেখতে এসে বজ্রপাতে একই পরিবারের ৪জনের মৃত্যু

চাঁদপুর থেকে জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ৩:২২ পিএম

চাঁদপুর শহরের মেঘনা নদীর মোহনা মোলহেডে বজ্রপাতে একই পরিবারের ৪জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার সময় ঝড়ো বৃষ্টির সময় হঠাৎ করেই মোলহেডে বজ্রপাতে একই পরিবারের ৪ সদস্য নিহত হয়।

নিহতরা হলো অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহেনা বেগম ৩৫, রেহেনা বেগমের বড় ছেলে সাব্বির (১৪), মেয়ে সামিয়া (১০)।

নিহতদের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বলে জানাগেছে। চাঁদপুর মোলহেডে ঘুরতে এসেছিল তারা।

চাঁদপুর ২’শ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিবুল আহসান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর থানার ওসি নাসিমউদ্দিন জানান, নিহতরা কুমিল্লা চান্দিনা থেকে চাঁদপুরে ঘুরতে এসেছিল। বজ্রপাতে তারা আহত হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহতদের ঠিকানা সংগ্রহ করে তাদের পরিবারকে খবর দেয়ার চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
salahuddin journalist ৬ অক্টোবর, ২০১৯, ৪:২০ পিএম says : 0
khoborti dukhojonok !!
Total Reply(0)
salahuddin journalist ৬ অক্টোবর, ২০১৯, ৪:২১ পিএম says : 0
সংবাদটি দুঃখ জনক !!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন