শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রিমিয়ার কাবাডির সুপার লিগ সোমবার শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ৯:১৪ পিএম

সোমবার শুরু হচ্ছে প্রিমিয়ার বিভাগ কাবাডির সুপার লিগের খেলা। ১৫ দলকে দু’গ্রুপে ভাগ করে ২১ সেপ্টেম্বর শুরু হয়েছিল প্রিমিয়ার কাবাডি লিগ। প্রথম পর্ব শেষে আটটি দল অংশ নিচ্ছে সুপার লিগে। এরা হলো- বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, জেল, ঢাকা ওয়ান্ডারার্স ও আজাদ স্পোর্টিং ক্লাব। প্রত্যেকটি দল একে অন্যের সঙ্গে খেলবে। এই পর্বে হবে ২৮টি ম্যাচ। সুপার লিগে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন রেফ্রিজারেটর। সাউথ এশিয়ান গেমসের জন্য জাতীয় দল অনুশীলন ক্যাম্পে থাকায় বাকি খেলোয়াড়রা অংশ নিচ্ছেন এবারের লিগে। রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি ( ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি আমির হোসেন পাটোয়ারি, কোষাধ্যক্ষ আবদুল হক এবং ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন