শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে মদিনা সনদ চালুর ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ৯:১৮ পিএম

পাকিস্তানকে যে কোনো মূল্যে মদিনার আদলে গড়ে তোলার অঙ্গীকার করেছে ইমরান খানের সরকার। দেশটির ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী পীর নুরুল হক কাদেরি এ তথ্য জানান। খবর জিয়ো নিউজের।

রোববার লাহোরে একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বলেন, প্রথমবারের মতো কোনো সরকার প্রধান পাকিস্তানে মদিনা সনদ চালুর কথা বলেছেন। পাকিস্তানে মদিনা সনদ চালু হবেই।

নুরুল হক কাদেরি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে দেয়া বক্তৃতায় কাশ্মীর ও খতমে নবুওয়ত ইস্যুটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। আন্তর্জাতিক পরিমন্ডলে তার এ বক্তৃতা খুবই ফলপ্রসূ হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের কিছু ষড়যন্ত্রকারী খতমে নবুওয়তের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এরা দেশের হিতাকাঙ্ক্ষী নয় বরং দেশের জন্য অমঙ্গলজনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন