সকল ওয়ার্ডের জীববৈচিত্র্যের জরিপ ও সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরীর এ বিপুল জনসংখ্যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের সাথে সম্পৃক্ত। সে হিসেবে জীববৈচিত্র্য রক্ষায় আমাদের দায়বদ্ধতা রয়েছে।
গতকাল (রোববার) চসিকের কনফারেন্স হলে জীববৈচিত্র্য সার্ভে এবং সংরক্ষণ শুলকবহর ওয়ার্ডের পাইলট প্রকল্প-২০১৮ হন্তান্তর অনুষ্ঠানে মেয়র একথা বলেন। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা এতে সভাপতিত্ব করেন।
মেয়র নাছির বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সজাগ করতে হবে। আর তা না করতে পারলে- এর ক্ষতিকর প্রভাব আমাদেরকেই বহন করতে হবে। এ বিরূপ প্রভাব থেকে এ ধরণীকে রক্ষার জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ অতীব জরুরী। এক্ষেত্রে শুধু সরকারি উদ্যোগ নয়, বিভিন্ন বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বায়োডাইভারসিটি রিচার্স গ্রুপ অব বাংলাদেশ (বিআরজিবি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. বদরুল আমিন ভূঁইয়া পাওয়ার পয়েন্টের মাধ্যমে জীববৈচিত্র্যের জরিপ তুলে ধরেন। অনুষ্ঠানে চবি’র বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইন ও প্রাণি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ইসমাঈল মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, চসিক প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন