শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ নেবে চসিক অনুষ্ঠানে মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

 সকল ওয়ার্ডের জীববৈচিত্র্যের জরিপ ও সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরীর এ বিপুল জনসংখ্যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের সাথে সম্পৃক্ত। সে হিসেবে জীববৈচিত্র্য রক্ষায় আমাদের দায়বদ্ধতা রয়েছে।

গতকাল (রোববার) চসিকের কনফারেন্স হলে জীববৈচিত্র্য সার্ভে এবং সংরক্ষণ শুলকবহর ওয়ার্ডের পাইলট প্রকল্প-২০১৮ হন্তান্তর অনুষ্ঠানে মেয়র একথা বলেন। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা এতে সভাপতিত্ব করেন।

মেয়র নাছির বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সজাগ করতে হবে। আর তা না করতে পারলে- এর ক্ষতিকর প্রভাব আমাদেরকেই বহন করতে হবে। এ বিরূপ প্রভাব থেকে এ ধরণীকে রক্ষার জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ অতীব জরুরী। এক্ষেত্রে শুধু সরকারি উদ্যোগ নয়, বিভিন্ন বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বায়োডাইভারসিটি রিচার্স গ্রুপ অব বাংলাদেশ (বিআরজিবি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. বদরুল আমিন ভূঁইয়া পাওয়ার পয়েন্টের মাধ্যমে জীববৈচিত্র্যের জরিপ তুলে ধরেন। অনুষ্ঠানে চবি’র বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইন ও প্রাণি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ইসমাঈল মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, চসিক প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nil ১০ অক্টোবর, ২০১৯, ৬:৪৩ পিএম says : 0
Ctg er potrikay porlam dhakar doi mayor ke poti montri, upadhi dewa hoy. Kinto ctg er mayor ke kono upafhi dewa hoy ni. Amader posno. Mayor der kno montri morjoda dewa hobe. Ei deser eto je morjoda teacher, doctor, moulana, khatib era kono din oder theke nichu, gorib ke salam dey na. Ar ekjon bollen sikkito, geani ra nomro, vodro hoy, ei deser kono jhamelay, rastay jam shob kichute kono din vodro namer manus potibad korese. Korese sadaron manusra. Joto mojoda toto sontras, ortho montry bollen dhoni hote eto kno potijogita. Potijogita obbosoy thakbe. Ager mp. Montiry ra chorto car A, local neta ra honday. Ekhon mp kamal saheb choren duty free prado ge. Tahole onR kormi ki cholabe. Se ta kno uni bolen ni. Uni school giesen hdte, unar sele jay suv kore. Onar babar ghore chilo haat pakhaa. Ekhon onar seleder roome ac. Kno. Taka na thakle apnar michile manus anbe kotha theke. Baper vita bikri kore. Tak nY sob tk alnR moto boro louk kine niese. Tay to somrat ra rater aadhare nabab saje. Ja apnara diner raja ra deken na. Jemon Cng taxi doi haate chole, serup desh o doi haate chole. Na gk, somrat, lokman eder eto hajar taka kemne hoy, raat to ora pay 4 ghonta. 12am to 4 am. 4 ghontar poris sorome eto taka. Ahare kamal saheb eto porissorom korsrn, na jani onar koto taka.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন