মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আরায়োতে ‘হতাশ’ দেম্বেলেতে ‘রহস্যজনক’

লাল কার্ড ইস্যুতে বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৫:৫১ পিএম | আপডেট : ৬:০৪ পিএম, ৭ অক্টোবর, ২০১৯

সেভিয়ার বিপক্ষে বার্সার জয় ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে লাল কার্ড ইস্যু। সেই ম্যাচে বার্সেলোনার রোনালদ আরায়ো ও উসমান দেম্বেলেকে লাল কার্ড দেখান রেফারি। কাতালান ক্লাবের কোচ এরনেস্তে ভালভারদে আরায়োর বিয়য়টিতে ‘হতাশ’ এবং দেম্বেলের কার্ড পাওয়াটাকে মনে করছেন ‘রহস্যজনক’ হিসেবে।
নিজের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বার্সা কোচ, ‘আরায়ো লাল কার্ড দেখায় আমি হতাশ কারণ এটা ছিল তার অভিষেক ম্যাচ। আমি মনে করি না এটা লাল কার্ড ছিল এবং দেম্বেলের ব্যাপারটা রহস্যজনক।’
রোববার ক্যাম্প ন্যুতে বার্সেলোনার ৪-০ ব্যবধানে জয়ের রাতে ম্যাচের শেষদিকে দলটির দুজনকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের ৮৭তম মিনিটে হাভিয়ের এর্নানদেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন অভিষিক্ত উরুগুয়ের তরুণ ডিফেন্ডার আরায়ো। ওই ঘটনার পরই রেফারিকে কিছু একটা বলেন দেম্বেলে, তখন ফরাসি উইঙ্গারকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড। এই দুই লাল কার্ডে ম্যাচের ফলাফলে কোন প্রভাব না পড়লেও ‘টক অব দ্য ম্যাচ’ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটিই।
দেম্বেলের প্রসঙ্গে ভালভারদে বলেন, ‘দেম্বেলের মুখ থেকে স্প্যানিশ শব্দ বের হওয়া কঠিন। আমি তার সঙ্গে কথা বলিনি তবে আমার মনে হয় না যে বড় নিষেধাজ্ঞা পাবে।’
বহিষ্কার হওয়ায় স্বাভাবিকভাবেই লিগে নিজেদের পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন আরায়ো ও দেম্বেলে। তবে নিষেধাজ্ঞা বড় হলে আগামী ২৬ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না তারা দুজন। বার্সেলোনার জন্য যা হতে পারে অনেক বড় এক ধাক্কা। তবে ফাউলের বিষয়টি যাচাইয়ের দায়িত্ব রেফারি বলেও মানছেন এই কোচ, ‘ফাউলের ঘটনা যাচাই করাটা রেফারির অধীনে। সবার নিজেস্ব মতামত থাকে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন