শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘বাংলাদেশ এখন সম্প্রীতির আদর্শ রাষ্ট্র’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:৪২ এএম


 ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ রাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণ ও নিরাপত্তা বিধানের মাধ্যমে একটি আদর্শ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিমন্ত্রী রোববার কোটালীপাড়া উপজেলার পিঞ্জর ইউনিয়নের ছত্রাকান্দায় সার্বজনীন দূর্গা মন্দির আয়োজিত শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এতথ্য জানিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ছিলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতার মূল কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির নীতি বাস্তবায়ন করা।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি এলাকায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং নিরাপদে শারদীয় দূর্গা পূজা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে। তিনি এ সময় প্রধানমন্ত্রীর তহবিল হতে দূর্গা পূজা উপলক্ষে ববরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করেন। সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মো. রহুল আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, মো. বদরুল আলম বদর, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ সাহা, কোটালীপাড়া পৌর সভার মেয়র হাজী শেখ কামাল হোসেন, টুংগীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন