বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শেষ প্রাইমারিতেও হিলারি জয়ী

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত দলীয় প্রাইমারিতে জয়ী হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ে দীর্ঘ ভোটযুদ্ধের সবশেষ ক্ষেত্র ছিল ওয়াশিংটন ডিসির প্রাইমারি। সেখানে প্রাইমারি হওয়ার আগেই হিলারি তার দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার দলীয় বাছাইপর্বের প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সের সঙ্গে একান্ত বৈঠক করেছেন হিলারি। এর আগে, নিউইয়র্কে অনুষ্ঠিত প্রাইমারিতেও হিলারি ক্লিনটন বিপুল সংখ্যক ডেলিগেট ভোট জিতে নেন। একই দিন রিপাবলিকান পার্টির প্রাইমারিতে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক প্রাইমারিতে হিলারি ক্লিনটন ৫৭ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। নিউইয়র্কে ডেমোক্র্যাটদের ডেলিগেট ২৪৭টি। এর মধ্যে হিলারি পেয়েছেন ১৩৯টি। এক দশকের মধ্যে নিউইয়র্ক প্রাইমারির ফলাফল এতটা একপেশে হয়নি কখনো। এ প্রাইমারি জয়ের মধ্য দিয়ে এক অর্থে ঘুরে দাঁড়ালেন হিলারি। মেরিল্যান্ড, পেনসিলভ্যানিয়া, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সির কাক্সিক্ষত সংখ্যক ডেলিগেট সংগ্রহে সক্ষম হন হিলারি । বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন