শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমে উঠেছে গুড়পুকুর মেলা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সাতক্ষীরার ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা জমে উঠেছে। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মেলা। তবে, নারী ও শিশুদের উপস্থিতি বেশি। মেলায় বসানো হয়েছে দেড় শতাধিক স্টল। সাথে রয়েছে নাগরদোলা, নৌকা, রেলগাড়ি চালানোসহ বিভিন্ন ধরণের বিনোদনের ব্যবস্থা। মেলায় শাড়ি, শার্ট, থ্রিপিস, জুতাসহ রকমারি সবধরণের জিনিসপত্রের সমাহার সহজে মানুষকে আকর্ষণ করছে। এরমধ্যে শিশুদের খেলনাসহ মহিলাদের মনোহরি সামগ্রী চোখে পড়ার মতো। দাম মোটামুটি ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজিত শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চলতি আশ্বিন মাসের প্রথমে (১৯ সেপ্টেম্বর) মেলাটি শুরু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন