শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তিন

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

জন বিশ্বাস (অমিতাভ বচ্চন) সত্তুরোর্ধ্ব এক বৃদ্ধ। আট বছর আগে তার নাতনী অ্যাঞ্জেলা অপহৃত হবার পর নিয়মিত সে স্থানীয় থানায় আসাযাওয়া কর তদন্তের অগ্রগতির খবর নেয়। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সারিতা সরকার (বিদ্যা বালান) এই অপহরণের কেসটির কোনও তল করতে ব্যর্থ হয়েছে এ পর্যন্ত। জনের স্ত্রী ন্যান্সি (পদ্মাবতী রাও) নাতনীকে হারাবার পর অসুস্থ হয়ে এখন হুইলচেয়ারে বন্দী। জন সারিতা ছাড়াও ফাদার মার্টিন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে কারণ মার্টিন একসময় পুলিশ ছিল এবং অ্যাঞ্জেলার কেসের দায়িত্বে ছিল। মার্টিন অনেক চেষ্টা করেছে কেসটির কিনারা করতে শেষে ব্যর্থ আর হতাশ হয়ে পুলিশের চাকরি ছেড়ে ধর্মযাজক হয়েছে। রনি নামে এক কিশোর অপহৃত হলে আবার অ্যাঞ্জেলার কেসটি গুরুত্ব পায় কারণ এই অপহরণের প্রকৃতিও একই রকম। সারিতা এই নতুন কেসে মার্টিনের সহায়তা কামনা করে। মার্টিন কিছু ক্লু দিয়ে সাহায্য করে আর জনকে নিয়ে সারিতা দুটি কেস তদন্ত করা শুরু করে। এক সময় প্রকাশ পায় জনই রনির অপহরণের নাটকটি সাজিয়েছিল। সে এর অন্তরালে নিজে তদন্ত করতে করতে আবিষ্কার করে রনির দাদা মনোহর (সব্যসাচী চক্রবর্তী) আসলে অ্যাঞ্জেলাকে অপহরণ করেছিল। অপরাধের ধরণ এক হওয়ায় অ্যাঞ্জেলার কেসটিও নতুন করে তদন্ত শুরু করা হয়। মনোহরের অপরাধ প্রমাণিত হয়। জানা যায় অ্যাঞ্জেলা আসলে খুন হয়নি। সে পালাবার সময় উঁচু থেকে গাড়ির ওপর পড়ে মারা যায় আর সেই গাড়িটি চালাচ্ছিল ফাদার মার্টিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন