শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজপথ অবরোধ করে আবরার হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১১:১৬ এএম | আপডেট : ১১:২৪ এএম, ৯ অক্টোবর, ২০১৯

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের ফাঁসির দাবিতে বুধবার সকালে রাজধানীর ভাটারায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামি ছাত্র শিবির।

প্রগতি সরণিতে বুধবার সকাল ৮টার দিকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে রাজপথ অবরোধ করে ওই বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি কুড়িল বিশ্বরোডে গিয়ে একটি সংক্ষিপ্ত সভার পর শেষ হয়। এতে বক্তারা বলেন, দেশের সম্পদ রক্ষার কথা বলায় দেশসেরা শিক্ষার্থীকে যেভাবে পিটিয়ে মারল ছাত্রলীগ, তাতে বোঝা যায় দেশ এখন কাদের দখলে।

তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে খুনিদের বিচারের দাবি জানান। এ সময় রামপুরা-বিমানবন্দর সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

বক্তারা আরও বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় হননি। আবরার ফাহাদ ২০১৫ সালে কুষ্টিয়া জেলা স্কুল বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন 'এ' পেয়ে উত্তীর্ণ হন।

পরে এইচএসসি বিজ্ঞান বিভাগে ভর্তি হন ঢাকা নটর ডেম কলেজে। সেখান থেকে ২০১৭ সালে এইচএসসি পরীক্ষাতেও গোল্ডেন 'এ' প্লাসসহ উত্তীর্ণ হন।

পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। ফাহাদ সেখানে শেরেবাংলা হলের ১০১১নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১নং কক্ষে মদ পান করে ছাত্রলীগের হিংস্র হায়নারা ৬ ঘণ্টা ধরে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে দেশপ্রেমী এই মেধাবী ছাত্রকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Md Hasan ৯ অক্টোবর, ২০১৯, ৭:৫০ পিএম says : 0
'আবরার নামে শিবির সন্দেহে যে ছেলেটাকে পিটিয়ে মারলো তার পড়ার টেবিলে পাওয়া গেছে ক্রাচের কর্নেল, অসমাপ্ত আত্মজীবনী, মিসির আলি সমগ্র, বঙ্গবন্ধু: মহাকালের মহানায়ক বই গুলো l আর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক পরিচয় দেওয়াদের টেবিলে পাওয়া গেছে মদের বোতল l অত্যাচার করার যন্ত্রপাতি। -মোঃ সফিউল্লাহ, বুয়েট' ০৩
Total Reply(0)
Shoayeb Jobaied Ullah ৯ অক্টোবর, ২০১৯, ৭:৫০ পিএম says : 0
মাশঅাল্লাহ, দেশের ছাএসমাজ যখন গভীর অাঁধারে নিমজ্জিত, তাদের জন্য একটুকরো অালোর হাতচানি নিয়ে এগিয়ে অাসছে ইসলামি ছাএশিবির। শিবির তোমাদের জানাই অান্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। রাজপথের লড়াকু সৈনিক মানেই ইসলামি ছাএশিবির।
Total Reply(0)
Jamal Uddin Titu ৯ অক্টোবর, ২০১৯, ৭:৫০ পিএম says : 0
যদিও শিবির করিনা।তবুও শিবিরের জন্য রইলো শুভকামনা। এগিয়ে যাও।সত্যের জয় হবেই হবে ইনসা আল্লাহ।
Total Reply(0)
Probashi Manus ৯ অক্টোবর, ২০১৯, ৭:৫০ পিএম says : 0
স্কুল লাইফ থেকে শিবির কে এরিয়ে চলতাম কলেজ লাইফে এসে শিবির কে সন্ত্রাসী সংগঠন হিসাবে দেখতাম বর্তমানের যে পরিস্থিতি সেই হিসাবে সকল সংগঠন থেকে ছাত্র শিবির কে বেষ্ট সংগঠন হিসাবে মনে করি.. দূর থেকে তুমাদের জন্য দোয়া & সাপোর্ট রইল..
Total Reply(0)
Alfaz Ahmed Sr. ৯ অক্টোবর, ২০১৯, ৭:৫১ পিএম says : 0
শুভ কামনা রইলো অন্যায় এর বিরুদ্ধে রুখে দারানোর জন্য আরো আগেই মাঠে নামার দরকার ছিল
Total Reply(0)
Md Josim ৯ অক্টোবর, ২০১৯, ৭:৫১ পিএম says : 0
অন্যায়ের বিরুদ্ধে হোক সকল আন্দোলন... অপরাধী যেই হোক, তাকে আইনের আওতাভুক্ত করা খুব জরুরী।
Total Reply(0)
Farhad Hossain Dulal ৯ অক্টোবর, ২০১৯, ৭:৫২ পিএম says : 0
সত্তের পথের পথিক রা এগিয়ে আমরা মানুষ নামের পশুরা যদি নাও থাকে। মহান আল্লাহ্ তালা আপনাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ।
Total Reply(0)
Munirul Khan ৯ অক্টোবর, ২০১৯, ৭:৫২ পিএম says : 0
মুজাহিদ হত্যাকে ঘিরে জটিল রাজনীতি শুরু হয়ে গেছে / হটাত খোদ রাজধানীর বুকে শিবির কেমন করে আসবে ???
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন