শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অনলাইন ঋণের জন্য ছাত্রীদের নগ্ন ছবি

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লোন চাইলে মিলবে কিন্তু গ্যারান্টি দিতে হবে। কী সেই গ্যারান্টি ? নগ্ন ছবি। এই শর্তেই অনলাইনে চীনের কলেজছাত্রীদের ঋণ দিচ্ছে এক সংস্থা। সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছে চিনা সংবাদমাধ্যম সাউদার্ন মেট্রপলিস। জানা গেছে, সম্প্রতি ঋণদাতাদের এই শর্তে রাজি হয়ে নিজেদের নগ্ন ছবি পাঠিয়েছেন কিছু কলেজছাত্রী। প্রতি ছবিতে হাতে নিজেদের পরিচয়পত্র ধরে ছিলেন ছাত্রীরা। ছবির বদলে ৪ থেকে ৫ গুণ বেশি ঋণ মিলছে ছাত্রীদের। তবে শর্ত এই যে, সময়ে ঋণ ফেরত দিতে না পারলে ওই নগ্ন ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে। জিয়েদাইবাও ওয়েবসাইটের মাধ্যমে এই নগ্ন ছবির পরিবর্তে ঋণের ব্যবসা চলছে বলে জানতে পেরেছে প্রশাসন। এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি সুদের বিনিময়ে টাকা ধার দিয়ে থাকেন। কিন্তু এই খবর প্রকাশ্যে আসাতে নিন্দা করা হয়েছে ওয়েবসাইটের পক্ষ থেকেও। জিয়াংশু প্রদেশের এক কলেজছাত্রী জানিয়েছেন, ছোটো একটি ব্যবসা শুরু করতে চেয়ে ঋণদাতাদের কাছে নিজের নগ্ন ছবি পাঠান তিনি। পরিবর্তে এক লাখ ২০ হাজার ইউয়ান ঋণ পান। কিন্তু চার মাসের মধ্যে তার সুদ দ্বিগুণ হয়ে যায়। এরপরই ঋণদাতাদের তরফ থেকে তাকে হুমকি দেয়া হয় বলে অভিযোগ ওই ছাত্রীর। শেষে বাড়ি থেকে টাকা নিয়ে ঋণ শোধ করেন তিনি। সে যাত্রায় তার নগ্ন ছবিও অনলাইনে পাবলিশ হয়নি। কোয়ার্টেজ, ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন