শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পটুয়াখালীর গলাচিপায় দুর্গা প্রতিমা বিসর্জন শেষে ট্রলি থেকে পড়ে নিহত ১

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ৫:১৭ পিএম

জেলার গলাচিপার বুড়াগৌরাঙ্গ নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন শেষে ট্রলি থেকে পড়ে দিনমজুর ফজলুর রহমান(৩৮) নামের এক যুবক মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাজল এলাকায় বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে গ্যাস ফিল্ড নামক স্থানে মঙ্গলবার রাতে। নিহত ফজলুর ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার মোতলেব মুন্সির ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ১১নং চরকাজল ইউনিয়নে ছোট চরকাজল এলাকার বালা বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন দেয়ার জন্য মঙ্গলবার রাতে মোঃ মনিরের ট্রলিতে করে বুড়া গৌরাঙ্গ নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। দুর্গা প্রতিমা বিসর্জন শেষে ফেরার পথে ট্রলির হেলপার ফজলুর রহমান ট্রলি থেকে পড়ে শরীরে প্রচন্ড আঘাত পায়। স্থানীয় লোকজন ফজলুরকে উদ্ধার করে ওই রাতেই গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার নিয়ে আসার পথিমধ্যে বদনাতলী নামক স্থানে তার মৃত্যু হয়। ফজলুর ট্রলির মালিকের সাথে দিন মজুর হিসেবে কাজ করত।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, বিষয়টি জেনেছি। তবে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন