বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ব্রাজিলে ছন্দে ফেরার ম্যাচ নেইমারের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। সেনেগাল ও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের সব খেলোয়াড়ের সঙ্গে অনুশীলনে একই ছাতার নিচে এসেছেন এই ফরোয়ার্ড।

সেনেগালের বিপক্ষে আজ মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তারপর ১৩ অক্টোবর ‘সুপার ঈগল’ খ্যাত নাইজেরিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

এই দুই ম্যাচকে সামনে রেখেই ক্লাব ছেড়ে জাতীয় দলে একত্রিত হয়েছেন ব্রাজিলের খেলোয়াড়রা। গত সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস আর এডারসন। প্যারিস সেন্ট জার্মেইয়ের নেইমারের সঙ্গে আগেই দলে যোগ দিয়েছেন থিয়াগো সিলভা আর মারকুইনহস, লিভারপুলের রবার্তো ফিরমিনো আর ফ্যাবিনহো। ক্লাল্লাঙ্গ ফুটবল হাবে পরশু অনুশীলন করেছেন লুকাস পিকুয়েতা, কাসেমিরো, ফিলিপ কৌতিনহো আর এডের মালিতাও, রিচার্লিসনও।
প্রীতি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে মার্কুইনহিস বলেন, ‘খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে খেলতে যান, ক্লাব কোচ আর সমর্থকরা হয়তো পছন্দ করেন না। তবে আমাদের জাতীয় দলের কোচ তিতের কথাও তো ভাবতে হবে। জাতীয় দলে তিনি কিভাবে দলের খেলোয়াড়দের পরীক্ষা আর একতাবদ্ধ করবেন? তাই তো এমন প্রীতি ম্যাচ দরকার।’

গত সেপ্টেম্বরে হঠাৎই ছন্দপতন ঘটে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের। সে মাসে খেলা পর পর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২-২ ড্র আর পেরুর কাছে ১-০ ব্যবধানে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় পেলের উত্তরসূরিদের। কলম্বিয়ার বিপক্ষে থাকলেও ইনজুরির কারণে পেরু ম্যাচে খেলা হয়নি দলের সবচেয়ে বড় তারকা নেইমারের। চোটের প্রভাব কাটিয়ে ঘরোয়া লিগে ছন্দে ফিরেছেন ব্রাজিলের পোস্টারবয়। সেই ধারা ধরে রাখতে সেনেগাল ম্যাচেও জ্বলে উঠবে বলে বিশ্বাস ব্রাজিল কোচ তিতের।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন