শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুতার বদলে এলো বালি মাটি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

 চীন থেকে ২৫ টন সুতা ভর্তি একটি কন্টেইনার খোলার পর পাওয়া গেছে বালি ও মাটির বস্তা। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরে এ চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, এ চালানের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের ঘটনা ঘটেছে। কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, গাজীপুরের একটি প্রতিষ্ঠানের নামে চালানটি বন্দরে আসে। এক কন্টেইনারের চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কালকিনি কমার্শিয়াল এজেন্সিজ লিমিটেড।

চালানটির ইনভেন্ট্রি (প্রাপ্ত পণ্যের তালিকা তৈরি) চলছে। প্রাথমিকভাবে মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। এজন্য ব্যাংকে আমদানি ঋণপত্রের বিপরীতে টাকা পরিশোধ হয়েছে কিনা, আমদানিকারকের অতীত রেকর্ড, রফতানিকারকের ভুল বা প্রতারণা ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন