বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় সামরিক অভিযান শুরু তুরস্কের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি ও আইএসের বিরুদ্ধে অপারেশন পিস স্প্রিং শুরু হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন।
এক টুইটবার্তায় এরদোগান বলেন, সিরিয়ার জাতীয় সেনাবাহিনীর সঙ্গে আমাদের তুর্কি সশস্ত্র বাহিনী সিরিয়ার উত্তরে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আমরা আমাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের হুমকি দূর করব।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, শরণার্থীদের জন্য আমরা নিরাপদ জোন তৈরি করব। সিরিয়ার শরণার্থীদের তাদের দেশে ফিরিয়ে দিতে চাই। আমরা সিরিয়ার অখন্ডতা রক্ষা করব এবং এই অঞ্চলের সব মানুষকে সন্ত্রাসবাদের হুমকি থেকে রক্ষা করব।
এর আগে বুধবার ভোরের দিকে সেনাবাহিনীর অগ্রবর্তী দলগুলো তাল আবায়েদ ও রাস আল-আইন শহরের দুটি পয়েন্ট দিয়ে সিরিয়ায় ঢুকে বলে তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন