বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরে কেরামত হাউলাদার হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৯, ১:৪২ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কেরামত হাউলাদার হত্যা মামলায় ৭ জনের ফাঁসির রায় দিয়েছে জেলা ও দায়রা আদালত। আদালতের বিজ্ঞ বিচারক মো, সেলিম মিয়া আজ সকাল সাড়ে ১১ টায় এ রায় দেন। রায় দেওয়ার সময় দুই আসামী পালতক রয়েছে বাকীরা আদালতে উপস্থিত ছিল।
রায়ে দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, তোফা মোল্লা (২৬),পলাশ ফকির(৩২), সিদ্দিক খালাসী (৩২), এরশাদ মাতুব্বর (২৭), সবুজ ওরফে সিরাজ (২৭), নাঈম মাতুব্বর (৩৫) ও অনু মোল্লা (৩৫)।
এরমধ্যে সবুজ ও নাঈম পালাতক রয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বরে ভাঙ্গা উপজেলার সাকিলদিয়া দিঘরকান্দা বিলের আকরাম মল্লিকের পুকুর হতে পিকআপ চালক কেরামতের হাত, পা বাধা অবস্থায় গলা ও পেট কাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঐদিনই মৃতের ভাই ইকরাম হাউলাদার ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা তোফাকে আটক করলে সে হত্যাকান্ডে জড়িত বলে জানায়। এসময় সে জানায়, হত্যাকান্ডে আরো ৬ জন জরিত। তার দেওয়া তথ্য মতে বাকী চারজনকে আটক করলেও বাকিরা পালাতক রয়েছে।
মামলার যাবতীয় প্রমানাদি শেষে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। এ ছাড়া বিজ্ঞ বিচারক আসামীদের প্রত্যেককেই দশ হাজার করে টাকা জরিমানার রায় দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন