শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয় ৩০ আফগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে আফগানিস্তানে তালেবানদের কথিত মাদক ল্যাবগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছে। ওই হামলায় আহত হয় নয় জন। চার মাস তদন্তের পর বুধবার এক প্রতিবেদন প্রকাশ করেছে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের সহযোগী মিশন (ইউএনএএমএ) ও জাতিসংঘের মানবাধিকার সংস্থা। তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ৫ মে’তে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ ও নিমরোজ প্রদেশের কথিত মাদক উৎপাদনকারী ৬০টি ল্যাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী। চার মাস ধরে এ ঘটনার তদন্ত করে জাতিসংঘ। বুধবার ইউএনএএমএ ও জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, ওই বিমান হামলায় হতাহতদের মধ্যে ১৪ শিশু ও পাঁচ নারী রয়েছে। হতাহতরা বেসামরিক ব্যক্তি হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএনএএমএ-এর ম‚ল্যায়নে দেখা গেছে মাদক উৎপাদন কেন্দ্রের অভ্যন্তরে কর্মরত ব্যক্তিরা যুদ্ধকালীন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলো না। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন