বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিষেধাজ্ঞা অমান্য করে ভারতের জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করায় মৎসজীবী দলের উদ্বেগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ৩:০২ পিএম

সরকার দেশের জলসীমায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিলেও পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরসহ উপকুলীয় এলাকায় মাছ শিকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মৎস্যজীবী দলের আহবায়ক মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাব এবং সদস্য সচিব মোঃ আব্দুর রহিম।

শুক্রবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “ইলিশ আহরণে সরকারের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে পাশ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় অনধিকার প্রবেশ করে ইলিশ মাছ আহরণের সুনির্দিষ্ট খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। নতজানু পররাষ্ট্র নীতির কারণেই এধরণের অনাকাঙ্ক্ষিত কার্যক্রমের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলে আমরা দৃঢ়ভাবে সন্দেহ পোষণ করি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞার কারণেই বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে না। অবিলম্বে বাংলাদেশের জলসীমায় পার্শ্ববর্তী দেশ থেকে আসা জেলেদের ইলিশ ধরা অভিযান বন্ধের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন