শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওমানের বিপক্ষে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ৮:৩৩ পিএম

ওয়ালটন পাঁচ ম্যাচ হকি সিরিজের প্রথম ম্যাচে ওমানকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। তৃতীয় ম্যাচে এসে ফের জয়ের ধারায় ফিরল লাল-সবুজরা। শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরেজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারায় ওমানকে। ফলে সিরিজে ২-০ ব্যাবধানে এগিয়ে গেলো স্বাগতিক দল। আগের ম্যাচে বাংলাদেশকে রুখে দেয়া ওমান কালও নিজেদের রক্ষণদূর্গ সুরক্ষিত রাখার চেষ্টা করে। কিন্তু ৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আশরাফুল ইসলাম (১-০)। তৃতীয় কোয়ার্টারে আরেকটি পেনাল্টি কর্ণার থেকে ব্যাবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিলেন আশরাফুল, কিন্তু তার স্ট্রোক সাইড বারে লেগে ফিরে আসে। ম্যাচে ওমানও আক্রমণের চেষ্টা চালায়। কিন্তু তাদের পরিকল্পনাহীন আক্রমণ বাংলাদেশ গোলরক্ষককে বিপদে ফেলতে পারেনি। উল্টো ৫৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে বাংলাদেশের পক্ষে ব্যাবধান দ্বিগুন করেন সাইফুল আলম শিশির (২-০)। শনিবার সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। দু’দলের খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামাস সেরনিয়াবাত। ম্যাচের আগে দু’দলের খেলোয়াড়দের হাতে স্মারক তুলে দেবেন তিনি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন