বিানোদন ডেস্ক : প্রায় নয় বছর আগে ‘তারকা আড্ডা’ নামের একটি অনুষ্ঠান প্রথম উপস্থাপনা করেন অভিনেত্রী বাঁধন। তবে নারীদের নিয়ে কোন গেম শো উপস্থাপনা করলেন এবারই প্রথম। জিটিভির দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘আজকের অনন্যা’ এতদিন তানিয়া আহমেদ এবং ফারহানা নিশো উপস্থাপনা করেছেন। এবার ‘আজকের অনন্যা’র উপস্থাপিকা হিসেবে সম্পৃক্ত বাঁধন। এফডিসির ৪নং ফ্লোরে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানের বিভিন্ন পর্বের দৃশ্য ধারণের শুটিংয়ে অংশ নিচ্ছেন। এরইমধ্যে বেশ কয়েটি পর্বের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। মোট ১৫টি পর্বের উপস্থাপনা করবেন এ তারকা। ‘আজকের অনন্যা’র উপস্থাপনা প্রসঙ্গে বাঁধন বলেন, টানা ১০ ঘণ্টা দাঁড়িয়ে থেকে উপস্থাপনা করতে হচ্ছে। অনেক কষ্ট হলেও আমি উপস্থাপনা বিষয়টি খুব উপভোগ করছি। অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে উপস্থাপনা করতে বেশ ভালো লাগে। আর ‘আজকের অনন্যা’ নারীদের নিয়ে তো একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এর আগে আমি এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলাম। তাই অনুষ্ঠানের অনেক কিছুই আমার জানা। শিগগিরই জিটিভিতে বাঁধনের পর্বগুলোর প্রচার শুরু হবে বলে জানিয়েছে জিটিভি কর্তৃপক্ষ। জিটিভিতে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হচ্ছে প্রতিযোগিতা মূলক গেম শো আজকের অনন্যা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন