শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে হুমকি উপেক্ষা করে দোকান খোলার আহ্বান জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ৪:২১ পিএম

ভারত অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের হুমকিতে ভীত না হয়ে নিজেদের ব্যবসা-বাণিজ্য পুনরায় শুরু করতে দোকান খোলার আহ্বান জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজ্য সরকার। শুক্রবার পত্রিকায় এই বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। স্বায়ত্তশাসন বাতিলকে কেন্দ্র করে বিধিনিষেধ আরোপের ৬৮তম দিনে স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে পূর্ণ পৃষ্ঠা জুড়ে দেওয়া বিজ্ঞাপনে এই আহ্বান জানানো হয়।

৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে আগস্টের শুরু থেকেই কাশ্মিরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক অতিরিক্ত সেনা সদস্য। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। বন্ধ করে দেওয়া হয় টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। দুই মাস পার হলেও কাশ্মিরে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর উদ্যোগ নিয়েও ব্যর্থ হচ্ছে ভারত সরকার।

এমন প্রেক্ষাপটে শুক্রবার কাশ্মীরের স্থানীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দেয় রাজ্য সরকার। ওই বিজ্ঞাপনে রাজ্য সরকার ‘কোন সিদ্ধান্তটি সঠিক’ তা বেছে নিতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপনে লেখা হয়েছে, দোকান বন্ধ, গণপরিবহন বন্ধ? লাভবান কে? বিজ্ঞাপনে লেখা হয়েছে, আজ আমরা এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি। আমরা কি হুমকি বা প্রভাবিত করতে বলপ্রয়োগের পুরনো যুগ চলতে দেব? হুমকি আর গুজব চলবে নাকি আমরা যথাযথ তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেব?

এর আগে ৬৬তম দিনে বুধবার (৯ অক্টোবর) সেখানে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্যে স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে এই উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তবে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে। এর আগে সেখানকার স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও কোনও শিক্ষার্থী উপস্থিত হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন