বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রে অভিনেত্রী গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ৬:২৭ পিএম

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের বাইরে থেকে গ্রেপ্তার করা হয় অস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জেন ফন্ডাকে (৮০)। শুক্রবার ক্যাপিটল হিলের বাইরে অন্যদের সঙ্গে তিনি বিক্ষোভ করার সময় এই অভিনেত্রী ও অন্য অধিকারকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। খবর এএফপি।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এবং পরিবেশ রক্ষার দাবিতে বিক্ষোভ করার সময় ফন্ডাকে গ্রেপ্তারের দৃশ্য তার ফেসবুকের পোস্টে ভিডিও হিসেবে দেখানো হয়েছে। পরে পুলিশের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের ইস্ট ফ্রন্টে বেআইনি প্রতিবাদ বিক্ষোভ করার জন্য ১৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার করা ওই ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

বিক্ষোভে অংশ নেয়ার সময় জেন ফন্ডা ছিলেন উজ্জল লাল রঙের ওভারকোট পরা। তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এরপরই তার দু’হাতে হ্যান্ডকাফ পরানো হয়। বিক্ষোভরতদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে নেয়া হয়। সম্প্রতি লস অ্যানজেলেস টাইমসকে তিনি বলেছিলেন, তিনি চার মাসের জন্য ওয়াশিংটন যাচ্ছেন। এ সময়ে তিনি সুইডিশ জলবায়ু বিষয়ক অধিকারকর্মী গ্রেটা থানবার্গের মতো বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে পূর্ণাঙ্গভাবে লড়াই করতে চান।

জেন ফন্ডাকে গ্রেপ্তারের আগে তিনি সমবেত বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন। জলবায়ু পরিবর্তনকে তিনি এ সময় মনুষ্য সৃষ্ট একটি সঙ্কট হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান। তিনি ও তার অন্য বিক্ষোভকারীদের প্রতি শুক্রবার সকাল ১১টায় ক্যাপিটল হিলে ফিরে আসার কথাও বলেন তিনি। ১৯৭১ সালের ছবি ‘ক্লুটি’ এবং ১৯৭৮ সালে ‘কামিং হোম’ ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর একাডেমি এওয়ার্ড জেতেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
দু:খি বাঙালি ১২ অক্টোবর, ২০১৯, ১১:৫৭ পিএম says : 0
Ah, we have been reading very dramatic fake news to waste our times to be busy since 1910.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন