বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তানে খেলতে আয়ারল্যান্ডের আগ্রহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছে সংস্থাটি। এবার পাকিস্তানের মাটিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যে পাকিস্তানের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেছেন আইরিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম ও বোর্ডের চেয়ারম্যান রস ম্যাককলাম।
আইরিশদের টেস্ট ইতিহাসের শুরুতে সঙ্গী হয়েছিল এই পাকিস্তান। টেস্ট পরিবারের সদস্য হওয়ার পর গত বছর মে মাসে আয়ারল্যান্ড নিজেদের মাটিতে প্রথম টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে। তাই পাকিস্তানে সফর করতে ভীষণ আগ্রহের কথা শোনা গেলো ওয়ারেন ডিউট্রমের মুখে, ‘পাকিস্তানে ক্রিকেট ফেরানোর প্রচেষ্টায় আমরা আমাদের ভূমিকাটা রাখতে চাই।’
স¤প্রতি পাকিস্তান সফর করে গেছেন ডিউট্রম ও আইরিশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রস ম্যাককলাম। এখন এই সফরের বিষয়ে বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনায় বসতে চান তারা। তবে সফরের চূড়ান্ত আমন্ত্রণ পেলেই সব কিছু দ্রুততার ভিত্তিতে সম্ভব হবে বলে জানালেন ডিউট্রম, ‘আমরা আমন্ত্রণ পেলেই সব কিছু দ্রুততার ভিত্তিতে করবো। তবে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি। আশা করছি পরের বছর অথবা তার পরের বছর।’
এরআগে সম্প্রতি পাকিস্তান সফর করে গেছে শ্রীলংকা। ২০০৯ সালে এই লঙ্কান টিম বাসের উপর হামলার পর থেকেই কার্যত দেশটিতে বন্ধ আছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে সফর শেষে পাকিস্তানের আতিথেয়তায় মুগ্ধ লঙ্কান ক্রিকেটাররা। দেশে ফেরার আগেই নিজেদের খুশিমনে ফিরে যাওয়ার কথা জানিয়েছিলেন লঙ্কান ক্রিকেটাররা। নিরাপত্তা ও পাকিস্তানের ঐতিহ্যের অংশ হতে পরে বেশ উৎফুল্ল মনে হয়েছে লঙ্কানদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন