মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মা ইলিশ রক্ষার অভিযানে মতলবে মেঘনা নদীতে ১৩ জেলে আটক

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১০:০৭ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরাকালে ১৩ জেলে, ২টি নৌকা ও প্রায় ৮০ হাজার মিটার জাল আটক করা হয়েছে। শনিবার রাত ১০ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা টাস্কপোর্স এ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন । অভিযান পরিচালিত হবে নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান।

 আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ উপজেলার কালিরচর গ্রামের শাহাজাহান বেপারীর ছেলে মোঃ নাছির (৬০),চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের গৌরঙ্গ চন্দ্র বর্মনের অতুল (২২),মহারাজ বর্মনের ছেলে মনরঞ্জন(২৩), মহাদেব চন্দ্র বর্মনের ছেলে জয়দেব(২০) মহাদেব চন্দ্র বর্মনের ছেলে সোহাদেব চন্দ্র বর্মন(২০), ফেলানী চন্দ্র বর্মনের ছেলে মধাব বর্মন(২০), শেখ ফরিদের ছেলে সুজন(২০) লাল মিয়া সরকারের ছেলে সুমন(২৮) সরকারপাড়া গ্রামের আঃ রহমান ছৈয়ালের ছেলে আঃ ছালাম(৪৫), জহিরাবাদ গ্রামের আবুল হাশেমের ছেলে তাজু(৩৫)ও ছেরাজল হক প্রধানের ছেলে মনজিল(৫০)সহ ১৩ জন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন এ ২২ দিন মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কোন জাল নৌকা নিয়ে জেলেদের নামতে দেয়া হবে না। অমান্য করে নদীতে নামলে কঠোর ব্যবস্থা।দেশের ইলিশ সম্পদ রক্ষায় সকলকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে।

মা ইলিশ রক্ষার অভিযানে মতলবে মেঘনা নদীতে ১৩ জেলে আটকমতলব উত্তর(চাঁদপুর) উপজেলা সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরাকালে ১৩ জেলে, ২টি নৌকা ও প্রায় ৮০ হাজার মিটার জাল আটক করা হয়েছে। শনিবার রাত ১০ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা টাস্কপোর্স এ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন । অভিযান পরিচালিত হবে নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান। আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ উপজেলার কালিরচর গ্রামের শাহাজাহান বেপারীর ছেলে মোঃ নাছির (৬০),চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের গৌরঙ্গ চন্দ্র বর্মনের অতুল (২২),মহারাজ বর্মনের ছেলে মনরঞ্জন(২৩), মহাদেব চন্দ্র বর্মনের ছেলে জয়দেব(২০) মহাদেব চন্দ্র বর্মনের ছেলে সোহাদেব চন্দ্র বর্মন(২০), ফেলানী চন্দ্র বর্মনের ছেলে মধাব বর্মন(২০), শেখ ফরিদের ছেলে সুজন(২০) লাল মিয়া সরকারের ছেলে সুমন(২৮) সরকারপাড়া গ্রামের আঃ রহমান ছৈয়ালের ছেলে আঃ ছালাম(৪৫), জহিরাবাদ গ্রামের আবুল হাশেমের ছেলে তাজু(৩৫)ও ছেরাজল হক প্রধানের ছেলে মনজিল(৫০)সহ ১৩ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন এ ২২ দিন মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কোন জাল নৌকা নিয়ে জেলেদের নামতে দেয়া হবে না। অমান্য কওে নদীতে নামলে কঠোর ব্যবস্থা।দেশের ইলিশ সম্পদ রক্ষায় সকলকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। ছবি ক্যাপশনঃ মতলবে আটক জেলেসহ ইউএনও শারমিন আক্তার।শামসুজ্জামান ডলার,মতলব উত্তর(চাঁদপুর) সংবাদদাতাতাং ১২-১০-১৯০১৮১৯৩২১৫৮

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন