বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

১ ওয়ার
২ সাই রা নরসিমহা রেড্ডি
৩ পাল পাল সে দিল কে পাস
৪ ড্রিম গার্ল
৫ প্রস্থানম

সাই রা নরসিমহা রেড্ডি
সুরেন্দর রেড্ডি পরিচালিত বায়োগ্রাফিকাল অ্যাকশন ফিল্ম ।
১৮৫৭ সাল। উইয়ালাওয়াদা রাজ্যের রাজা নরসিমহা রেড্ডি তার রাজ্যের জনগণ আর সেনাদের ব্রিটিশরা যে ভারত দখল করে রেখেছে অবহিত করে। ব্রিটিশদের কাছ থেকে দেশ উদ্ধারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সে তার রাজ্য ও আশপাশের রাজ্যগুলোর নেতাদের একত্র করার জন্য এক উৎসবের আয়োজন করে। কিন্তু নরসিমহার প্রতি ঈর্ষান্বিত দুই রাজা আভুকু রাজু (সুদীপ কিচ্ছা) আর রবি কিষণ (বাসি রেড্ডি) তার এই উদ্যোগ বানচাল করার জন্য উৎসবের ষাঁড়কে মাদকদ্রব্য খাইয়ে উন্মত্ত করে দেয়। কিন্তু নরসিমহা সেই ষাঁড়কে সামাল দেয়। নিজের রাজ্যের জনতাকে বুঝিয়ে সে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রথম দিকে নরসিমহা সাফল্য পেলেও ষড়যন্ত্রকারীদের কারণে তাকে পিছিয়েও আসতে হয়। কিন্তু এই বীর তো পিছু হটবে না। নতুন করে সে তার সৈন্যদের একত্রিত করে ইংরেজদের বিরুদ্ধে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
salam ৬ জানুয়ারি, ২০২০, ১১:০২ এএম says : 0
Nice story
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন