বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি,জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ফায়ার সার্ভিসের ত্তত্ববধানে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া। এ উপলক্ষে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিনেশিয়াম মাঠে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী মহড়া অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধস ও ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে এদেশের মানুষকে বেঁচে থাকতে হচ্ছে। সরকারের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দুর্যোগের ঝুঁকি মোকাবেলা ও ক্ষয়-ক্ষতিরোধে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নেতৃতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিদুর্ষী সম্বোধী চাকমা, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল মান্নান, উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী, প্রমুখ।
বাগেরহাট : জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যািল শেষে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মো মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. জি কে শামসুজ্জামান, প্রমুখ।
ফরিদপুর : ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
নওগাঁ : নওগাঁয় র‌্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ। এছাড়া আত্রাইয়ে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম।
আনোয়ারা (চট্টগ্রাম) : সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রা শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামের সভাপতিত্বে নির্মল ফাউন্ডেশনের মূখ্য কর্মসূচী সমন্বয়কারী নুরুল আবছার তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী।
বালাগঞ্জ (সিলেট) : সকাল উপজেলা চত্তর থেকে র‌্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানমের সভাপতিত্বে ও প্রকল্প অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর রেজার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয় ।
বালিয়াকান্দি (রাজবাড়ী) : উপজেলার শহীদ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা ।
বিরল (দিনাজপুর) : বিরলে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর এর সভাপতিত্বে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।
হাটহাজারী : হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সম্রাট খীসার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আফরিন মুক্তা।
ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমিন বাগা, প্রমুখ।
উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, প্রমূখ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : র‌্যালি শেষে উপজেলা চত্বরে অগ্নি নির্বাপনের উপর ফায়ার সার্ভিসের মহড়া শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রমুখ।
কমলগঞ্জ : উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে সহকারি কমিশনার (ভ‚মি) কর্মকর্তা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী র‌্যালি শেষে সহকারী কমিশনার (ভ‚মি) শান্তা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, ।
পাঁচবিবি : জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না।
পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুরে র‌্যালি শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. তাজুল ইসলামের সভাপতিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আবু তাহের মো. সামছুজ্জামান।
ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ীতে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোছা. কানিজ আফরোজের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো. শফিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং ভ‚মিকম্প ও অগ্নিকাÐে করণীয় বিষয়ক মহড়ায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) তৃপ্তি কণা মন্ডল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন