মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বক্তব্য প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

যা প্রচার করা হচ্ছে, দেশের অর্থনীতির হাল যে আদতে তেমন আশঙ্কাজনক নয় তা বোঝাতে শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, ‹২ অক্টোবর দেশে মুক্তি পাওয়া তিনটি সিনেমা ১২০ কোটি রুপি ব্যবসা করেছে। এর থেকেই দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানা যাচ্ছে। ‘প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সরকারে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। আমি জানি সিনেমার ব্যবসার পরিধি অনেক। চলচ্চিত্র সমালোচক কোমল নাহতা আমায় জানিয়েছেন, ২ অক্টোবর রিলিজ করা তিনটি সিনেমা ১২০ কোটি রুপি ব্যবসা করেছে।’

আর এরপরই দিকেদিকে শুরু হয়েছিল সমালোচনা। জিডিপি তলানিতে, কর্মসংস্থান নেই, বাড়ছে বেকারত্ব। এই পরিস্থিতিতে সিনেমা ব্যবসা দিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে অর্থনীতির পরিস্থিতি বিচার করছেন, তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন অনেকে। সার্বিক চাপের মুখে এবার নিজের সেই অবস্থান থেকে সরে আসলেন রবিশঙ্কর প্রসাদ। এদিন ট্যুইট করে তিনি বলেন, ‘আমার পুরো বক্তব্য থেকে কিছু অংশ নিয়ে পুরো বিষয়টি প্রচার করা হয়েছে। তবু একজন বিচক্ষণ মানুষ হিসেবে আমি আমার আগের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।’

এখানেই না থেমে তিনি অবশ্য নিজের বক্তব্যের সমর্থনেও বলতে চেয়েছেন। তার কথায়, ‘শনিবার আমি মুম্বাইতে ছিলাম। আর মুম্বাই হল সিনেমার রাজনীতি। পরিসংখ্যানগতভাবে আমার বক্তব্য ভুল নয়। একদিনে তিনটে সিনেমা ১২০ কোটি রুপি ব্যবসা করছে। এটা অত্যন্ত ইতিবাচক। সেই ক্ষেত্রে লাখ লাখ মানুষ জড়িত। আমরা তাদের জন্যে গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সাধারণ মানুষের জন্যে সবসময় চিন্তাভাবনা করে চলেছেন।’

উল্লেখ্য, শেষ প্রকাশিত ত্রৈমাসিকের পরিসংখ্যানেই বৃদ্ধি ধাক্কা খেয়েছে। বৃদ্ধির হার নেমে এসেছে ৫ শতাংশে। বেশ কিছুদিন ধরেই তা লাগাতার নিম্নমুখী। খরা লগ্নিতে। চাহিদায় ভাটা। গাড়ি শিল্পেই কাজ খুইয়েছেন কয়েক লাখ কর্মী। গাড়ি থেকে বিস্কুট- বিক্রি কমেছে বহু সেক্টরেই। বেড়েছে বেকারত্বের কামড়ও। তবে অর্থনীতির হাল নিয়ে খোলাখুলি স্বীকার করছে না কেন্দ্রীয় সরকার। যদিও অর্থনীতিকে চাঙা করতে একের পর এক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাতে অবশ্য এখনও পর্যন্ত পরিস্থিতি বদলায়নি। আর আর্থিক মন্দার সেই দাবি উড়িয়ে দিয়েই কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সিনেমা ব্যবসা নিয়ে মন্তব্য করেছিলেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন