শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

উবার চালকরা ধর্মঘটে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১১:৩২ এএম

রাজধানীতে ৯ দফা দাবিতে ২৪ ঘণ্টার ঘর্মঘট পালন করছেন উবার চালকরা। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। শেষ হবে সোমবার রাত ১২টায়।

উবার কর্তৃপক্ষের নানা অনিয়ম ও চালকদের ন্যায্য দাবি আদায়ে এ ধর্মঘট আহ্বান করেছে বাংলাদেশের রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশন। সংগঠনটির সাধারণ সম্পাদক কাইয়ুম আহমেদ শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

উবার চালকদের ৯ দফা দাবিগুলো হলো-

১. উবারের ওয়ে বিল অনুযায়ী ট্রিপ শুরু করা থেকে শেষ পর্যন্ত কিলোমিটার ও মিটার হিসাব করে ভাড়া দেয়া;
২. কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা;
৩. গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই ভাড়া বাড়াতে হবে;
৪. চালকদের নিরাপত্তার ব্যবস্থা ও যাত্রী দ্বারা গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া;
৫. যাত্রীদের করা অভিযোগ যাচাইয়ের নাম করে চালকদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া যাবে না;
৬.যাত্রীর অ্যাকাউন্টে ছবি বাধ্যতামূলক থাকতে হবে এবং যাত্রীকে লোকেশনের ব্যাপারে প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে;
৭. সর্বোচ্চ দুই কিলোমিটারে মধ্যে যাত্রীর সঙ্গে চালকদের সংযোগের ব্যবস্থা করতে হবে;
৮. চালকদের গন্তব্যের ক্ষেত্রে শতভাগ গন্তব্যের আশপাশে ট্রিপ দিতে হবে এবং
৯. দৈনিক ১২ ঘণ্টার বেশি অনলাইনে থাকা যাবে না এই সিদ্ধান্ত বাতিল করা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
S.hossain ১৪ অক্টোবর, ২০১৯, ১২:৫৫ পিএম says : 0
রাজনীতি শুরু হইছে? উবার না পোষালে রিকশার হ্যান্ডেল এর অভাব নাই । এক সাথে দশ জন হইলেই বাঙগালী রাজনীতি শুরু করে দেয় ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন