মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জন্মদিনে জোসেফ প্লেটোকে বিশেষ শ্রদ্ধা জানাল গুগল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ৬:০৬ পিএম | আপডেট : ৮:৫৮ পিএম, ১৪ অক্টোবর, ২০১৯

সোমবার বেলজিয়ান ফিজিসিস্ট জোসেফ অ্যানতোয়েন ফার্দিনান্দ প্লেটো-র ২১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাকে বিশেষ একটি ডুডল-এর মাধ্যমে সম্মান জানাল গুগল।

অনেকের কছেই অপরিচিত এই বিজ্ঞানী। সহজ সরল ভাষায় বলা যেতে পারে চলচ্চিত্রের জন্মদাতা ছিলেন তিনিই। প্লেটো ‘ফেনাকিস্টিসকোপ’ নামের এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যার মাধ্যমে মুভিং ইমেজের ইলিউশন তৈরি করা সম্ভব হয়েছিল। ১৮৭২ সালে তাকে রয়াল নেদারল্যান্ডস আকাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সে বিদেশি সদস্যের পদ দেয়া হয়।

অ্যানিমেটেড ডিস্কের আকারে গুগলের সেই ডুডলটি প্লেটোর স্টাইলেই তৈরি করা হয়েছে। এটি বানিয়েছেন অ্যানিমেটর ও চিত্র পরিচালক ডুডলার অলিভিয়া হুয়েন। তাকে অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি সহযোগিতা করেছেন ডায়ানা ট্র্যান এবং টম তাবানাও।

এই যন্ত্রে জোসেফ অ্যানতোয়েন ফার্দিনান্দ প্লেটো কাউন্টার রোটেটিং ডিস্ক ব্যবহার করেছিলেন। তার মূল গবেষণাটি প্রকাশিত হয়েছিল মাত্র ২৭ পাতায়। কিন্তু তাতেই ছিল যুগান্তকারী মৌলিক উপসংহার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন