বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা রিটের শুনানি মুলতবি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এএফএম নাজমুল আহসান এবং বিচারপতি কে.এম. কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ মুলতবি করেন। এর আগে সরকারপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। এ সময় রিটকারির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে উপস্থিত ছিলেন।

শুনানিতে এটর্নি জেনারেল বলেন, খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলো নানা কৌশল অবলম্বন করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক ওই সার্কুলার জারি করে। এ ক্ষেত্রে সংবিধান কিংবা কোনো আইনের ব্যত্যয় ঘটেনি। ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ওই সার্কুলার দিতেই পারে। আদালত থেকে বেরিয়ে রিটকারির কৌঁসুলি মনজিল মোরসেদ বলেন, আজ (সোমবার) এটর্নি জেনারেল শুনানি করেছেন। তিনি হয়তো আরো শুনানি করবেন। এ কারণে আদালত এ মামলায় তার কার্যক্রম মুলতবি করেছেন। প্রসঙ্গত: বাংলাদেশ জারি করা ওই সার্কুলার অনুযায়ী, মাত্র ২ শতাংশ এককালীন নগদ জমা (ডাউন পেমেন্ট) দিয়ে ১০ বছর মেয়াদে ঋণ পুনঃ তফসিল বা সম্পূর্ণরূপে পরিশোধের বিশেষ সুবিধা পাবেন ঋণখেলাপিরা। এ ক্ষেত্রে তাদের ঋণের সুদ হার হবে ব্যাংকের পরিচালন ব্যয়ের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ, যদিও তা কোনোভাবেই ৯ শতাংশের বেশি হবে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন