মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মতিঝিলে অবৈধ আড়াই শতাধিক স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ৬:০৩ পিএম

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে আড়াই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের দক্ষিণ, উত্তর পাশ ও আরামবাগ কালভার্ট রোড এলাকায় অভিযান চলে।

ওইসব এলাকায় গড়ে ওঠা ৮১টি ভাসমান খাবার হোটেল, ১০০টি চা বিক্রির টং দোকান, ২০টি ভাঙ্গাড়ির দোকান, ৫টি সেমি পাকা দোকান, ১০টি ভাসমান কাপড়ের দোকান, ১০টি পানির দোকান, ২৫টি ভাসমান খাবারের গাড়ির দোকানসহ মোট ২৫১টি স্থাপনা অভযানকালে উচ্ছেদ করা হয়। ডিএসসিসি জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন