রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

উয়েফা অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ৮:০২ পিএম

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে উয়েফা অনূর্ধ্ব-১৬ ডেভেলপমেন্ট ফুটবল টুর্নামেন্টের খেলা। চার দেশের অংশগ্রহনে এ আসর চলবে ২০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশসহ টুর্নামেন্টে খেলছে কম্বোডিয়া, মালদ্বীপ ও ফারো আইল্যান্ড।

গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলেছিল মালদ্বীপ, থাইল্যান্ড ও সাইপ্রাসের বিপক্ষে। ওই আসরে সাফল্য না পেলেও এবার স্বাগতিকদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চার দলের কোচ ও অধিনায়করা নিজেদের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানান। বাংলাদেশের কোচ মার্টিন রাইলস বলেন, ‘আমাদের জন্য চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ এটি। কারণ নিজেদের মাঠ। চেনা পরিবেশ।’ অধিনায়ক জনি শিকদারের কথা, ‘আমরা ক’দিন আগেই কাতারে খেলে এসেছি এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে। ভালো খেলার চেষ্টা করেছি। কাতারের ভুলগুলো শুধরে নিয়ে এই টুর্নামেন্টে খেলবো।’ ফারো আইল্যান্ডের কোচ আকি জোহানসেন বলেন, ‘আমরা ভালো খেলতে চাই। সে লক্ষ্য নিয়েই ঢাকায় এসেছি। আশাকরি ছেলেরা হতাশ করবে না।’ কম্বোডিয়ার কোচ কাজুনোরি বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছি। শিরোপা নিয়েই দেশে ফিরতে চাই।’ মালদ্বীপের কোচ মোহাম্মদ নিজাম অবশ্য একধাপ এগিয়ে বলেন, ‘গত বছর বাংলাদেশের সঙ্গে আমরা খেলেছি। এবারও তাদের মুখোমুখি হবো। শিরোপা জেতার জন্যই বাংলাদেশে এসেছি।’ অধিনায়ক হাসান আজোমিজ আলীর কথা,‘ভালো করার লক্ষ্যেই আমরা অনুশীলন করেছি। আশাকরি শিরোপা নিয়েই ফিরতে পারবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন