শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

গাড়ি পার্কিং ব্যবস্থা চাই

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

আমি একজন আশির কাছাকাছি বৃদ্ধ। জরুরি প্রয়োজনে মাঝেমধ্যে বিভিন্ন ডাক্তারখানা, হাসপাতাল, ব্যাংক, সরকারি অফিস, ভিসা অফিসে প্রাইভেট গাড়িতে যাওয়া-আসা করতে হয়। যেখানে গাড়ি পার্কিং থাকে, সেখানে ৩০, ৪০, ৫০ টাকা দিয়ে গাড়ি পার্কিংয়ে রাখা হয়। যেখানে রাস্তা ছাড়া অন্য কোনো উপায় থাকে না, সেখানে ট্রাফিক ইন্সপেক্টর-সার্জেন্ট একটু পরে এসেই ৫০০, ৬০০, ১২০০ টাকা পর্যন্ত জরিমানা করে থাকেন। মাঝেমধ্যে নগদ অথবা ক্রেডিট সিস্টেমে এই জরিমানা আদায় করা হয়। রেকারিং সিস্টেমে নগদই আদায় করা হয় এবং সেখানে কারণ হিসেবে সচল গাড়িকেও বিকল দেখানো হয়। এসব জরিমানা বয়োবৃদ্ধ, অসুস্থ বা জরুরি প্রয়োজন বলতে কোনো কিছুকেই গ্রাহ্য করা হয় না। আমি নিজে ছয়বার এই জরিমানার শিকার হয়েছি। এ বিষয়ে সংশ্নিষ্ট সব পক্ষকে সহানুভূতি ও সহনশীল আচরণের নির্দেশদানে অনেকেই উপকৃত হবে। একই সঙ্গে সর্বত্র গাড়ি পার্কিং ব্যবস্থা বিবেচনা করা প্রয়োজন।
আজিজুল হক
খিলগাঁও, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন