বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আসাদকেই কুর্দিদের রক্ষা করতে হবে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কুর্দিদের রক্ষা করার ব্যাপারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার দেশকে দায়িত্ব নিতে হবে। সাত হাজার মাইল দ‚র থেকে এ দায়িত্ব আমেরিকার পক্ষে নেয়া সম্ভব নয় বলে ট্রাম্প মন্তব্য করেছেন। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যখন তুরস্ক সামরিক অভিযান চালাচ্ছে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বললেন। তিনি বলেন, “সিরিয়া এবং আসাদকে কুর্দিদের রক্ষা করতে দিন। আমি আমার জেনারেলদেরকে বলেছি, আমরা কেন সিরিয়ার যুদ্ধে যাবো এবং শত্রুর দেশকে রক্ষা করব?” সোমবার ডোনাল্ড ট্রাম্প টুইটার পোস্টে একথা বলেছেন। তিনি ওই পোস্টে আরো বলেন, যারা সিরিয়ার কুর্দিদেরকে রক্ষার জন্য সাহায্য করতে চাই তারা খুব ভালো কথা বলছে- তা সে রাশিয়া হোক, চীন হোক অথবা নেপোলিয়ান বোনাপার্ট। আমি আশা করি তারা সবাই এই মহান কাজটি করবে। আমরা সাত হাজার মাইল দূর থেকে এটা পারবো না। ডোনাল্ড ট্রাম্প আবারো প্রশ্ন তোলেন কেন তার প্রশাসন বাশার আসাদের মতো শত্রুর দেশকে রক্ষা করতে যাবে। কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান শুরুর পর যখন ডোনাল্ড ট্রাম্প প্রচন্ড সমালোচনার মুখে তখন তিনি এই টুইটার বার্তা দিলেন। মার্কিন রাজনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে কুর্দিদেরকে সমর্থন দেয়ার পর এভাবে যুদ্ধের মুখে তাদেরকে ফেলে চলে আসা ডোনাল্ড ট্রাম্পের উচিত হয়নি। পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন