মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আবরার হত্যায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

রিটের শুনানিতে বিব্রত আদালত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

আবরার ফাহাদ হত্যায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ বিব্রতবোধ করে শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেন। পরে আবেদনটি ‘কার্যতালিকা বহির্ভুত’ ঘোষণা করা হয়। তবে রিটের শুনানির জন্য হাইকোর্টের অন্যকোনো বেঞ্চে যাওয়ার কথা ঘোষণা দেন রিটকারির কৌঁসুলি একেএম ফায়েজ। তিনি বলেন, আমরা শুনানি করতে গেলে সংশ্লিষ্ট বেঞ্চ কার্যতালিকা থেকে আমাদের রিটটি মুছে দেন। শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেন। আমাদের অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তিনি বলেন, ক্ষতিপূরণের সঙ্গে আবরার হত্যার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত (জুডিশিয়াল ইনকোয়ারি) এবং আবরারের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্যও নির্দেশনা চাওয়া হয়। 

এ ক্ষতিপূরণের পুরো টাকা বুয়েটকে দিতে হবে। এ ছাড়া আবরারের মৃত্যুর ঘটনায় বুয়েট কর্তৃপক্ষের চ্যালেঞ্জ করা হয়েছে। এ রিটের আদেশ হলে আমরা অন্য বিশ্ববিদ্যালয়ে ঘটনায়ও শিক্ষার্থীদের জন্যও ক্ষতিপূরণ আদায় করতে পারবো। রিটে বুয়েট কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব, ইউজিসি, ডিএমপি কমিশনার, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন