মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভুয়া ডাক্তারের জেল

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:২০ এএম

 বরিশালের বাকেরগঞ্জের সিনেমা হল বাজারে কথিত চেম্বার থেকে ভূয়া ডাক্তার মো. রফিকুল ইসলামকে (৩৮) র‌্যাব-৮ আটক করার পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক বছরের কারাদ- ও ২ লাখ টাকা জরিমানা ধার্য করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আকিল আল ইসলামের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ভূয়া ডাক্তারের সার্টিফিকেটের কথা জিঞ্জেস করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। এসময় সে বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়।

ভূয়া চিকিৎসক মো. রফিকুল ইসলাম গত ২ মাস ধরে বাকেরগঞ্জের ওই বাজারে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রায় দুশ’ মহিলাকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে জেল-জরিমানা করা হয় বলে র‌্যাবÑ৮ এর পক্ষ থেকে বলা হয়েছে। শাস্তি প্রদানের পরে রফিকুলকে সরাসরি বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন