শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরার বাইপাস সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ২:২৫ পিএম

সাতক্ষীরা বাইপাস সড়কের উদ্বোধন হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাইপাস সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

সাতক্ষীরা জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদস সদস্য এস.এম জগলুল হায়দার, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা আ’ওয়ামীলীগ ও প্রশাসনের কর্মকর্তারা।
সাতক্ষীরাবাসির দীর্ঘ প্রতিক্ষিত এই বাইপাস সড়কটি উদ্বোধনের পর থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হলো। সড়ক ও জনপদ বিভাগ ১৮৩ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে বিনেরপোতা বিসিক সড়ক মোড় পর্যন্ত ১২ দশমিক ৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেন।

 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন