শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কার্লোস ট্রেডের সাথে বিএনপি নেতা কাইয়ুমের কোন সম্পর্ক নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ৬:০৮ পিএম

সম্প্রতি কার্লোস ট্রেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুমের নাম জড়ানোর বিষয়ে বক্তব্য দিয়েছে উত্তর বিএনপি। বুধবার (১৬ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ অক্টোবর একটি অনলাইন পত্রিকায় “সাবেক কমিশনারের অফিস থেকে বাড্ডা প্রকল্পের ৭১ টি নথি উদ্ধার” শিরোনামে প্রকাশিত সংবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম.এ কাইয়ুম কে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ অসাবধানতাবশত করা হয়েছে। ঐ সংবাদের বর্ণিত কার্লোস ট্রেড লি ঃ এর ট্রেড লাইসেন্স এর প্রতিষ্টানটির মালিক হিসাবে যে এম.এ কাইয়ুমের নাম আছে তার সাথে ঢাকা মহানগর উত্তর বি.এনপির সভাপতি এম.এ কাইয়ুমের কোন সর্ম্পক নেই। এমন কি ট্রেড লাইসেন্সের ছবিটিই তারই প্রমাণ। এম.এ কাইয়ুম নামে অন্য একজনের প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম.এ কাইয়ুম কে জড়িয়ে এধরনের সংবাদ প্রকাশ করা মোটেই সমোচীন নয়। এতে এম.এ কাইয়ুমের ব্যাক্তিগত সুনাম ক্ষুন্ন হয়েছে। অসাবধানতাবশত প্রকাশিত সংবাদে যার সাথে এম.এ কাইয়ুমের বাবা, মায়ের নাম ও ছবির কোন মিল নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন