বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে বিএনপি’র বিভাগীয় পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ৭:১২ পিএম

বরিশালে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচীর হালনাগাদ তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ সভা বুধবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ২০১৭ সালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিলো। সদস্য সংখ্যা বাড়ানোর এই কর্মসূচী সফল হলে বিএনপি আরো শক্তিশালী হবে। তাই সদস্য সংগ্রহ কর্মসূচী সফল করে বিএনপিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সদস্য সংগ্রহের হালনাগাদ চিত্র দেখা এবং পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারনী কমিটি বরিশাল সহ দেশের ৪টি বিভাগের সদস্য সংগ্রহের হালনাগাদ তথ্য সংগ্রহ ও পর্যালোচনার দায়িত্ব দিয়েছেন যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার। সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলার সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ বিভাগের ৮টি ইউনিট কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন